এয়ারড্রপ কি? কিভাবে এয়ারড্রপ থেকে আয় করা যায় ? মাসে ৫০০ ডলার ফ্রিতেই

বর্তমান সময়ে সম্পূর্ণ ফ্রিতে আয়ের জন্য অত্যন্ত আকর্ষণীয় আয়ের মাধ্যম হচ্ছে ক্রিপ্টো এয়ারড্রপ থেকে আয়। কোন প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই সম্পূর্ণ ফ্রিতে আপনি এয়ার্ড্রপে কাজ করে আয় করতে পারবেন। যার ফলে এখানে কোন প্রকার রিস্ক নাই।

যেহেতু কোন প্রকার রিস্ক নেই এবং কোন প্রকার ইনভেসমেন্ট করা লাগতেছে না সেহেতু, যে কেউ এখানে কাজ করতে পারবেন।

ক্রিপ্টো এয়ারড্রপ মূলত কি?

ক্রিপ্টো জগতে এয়ার ড্রপ এমন একটি উপায় যার মাধ্যমে বিভিন্ন প্রকার ক্রিপ্টো রেওয়ার্ড সাধারণ কমিউনিটি ইউজারদের দেয়া হয়।

উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটি বিষয় বুঝায় দিচ্ছি, মনে করুন একটি প্রজেক্ট লঞ্চ করবে। যখন সেই প্রজেক্টটি লঞ্চ করে তাদের কমিউনিটি থাকে না। এই কমিউনিটি বিল্ড করার জন্য সেই প্রজেক্টের মালিক ফ্রি তে একটা পারসেন্টেন্স রেখে দেয় কমিউনিটি মেম্বারদের জন্য। এখন প্রজেক্ট শুরুর দিন থেকে যারা এই প্রজেক্টকে সাপোর্ট দিয়ে দেয় তাদের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ রেওয়ারড মানিকপক্ষ রেখে দেয়।

 যেমন কোন প্রজেক্টে ৩০% আবার কোন প্রজেক্টে ৫০% পার্সেন্ট রাখা হয় কমিউনিটি মেম্বারদের জন্য। কোন কোন সময় 90% রেওয়াড পর্যন্ত রাখা হয়।

অর্থাৎ সহজ কথায় সম্পূর্ণ ফ্রি রেওয়ার্ড কমিউনিটি মেম্বারদের জন্য রাখা হইলো মূলত ক্রিপ্টো এয়ার ড্রপ বলা হয়।

এয়ার্ড্রপে কাজ করতে কি কি লাগেঃ

১। অবশ্যই আপনার একটি স্মার্ট ফোন থাকতে হবে। আপনার যদি ল্যাপটপ ও কম্পিউটার থাকে তাহলে আপনার জন্য কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হবে কারণ কম্পিউটার বা ল্যাপটপে অনেক দ্রুত কাজ সম্পন্ন করা যায়। তবে কাজের ক্ষেত্রে অবশ্যই স্মার্ট ফোন থাকতেই হবে । কারণ এমন কিছু কাজ রয়েছে যেগুলো করার জন্য অবশ্যই মোবাইল ফোনের প্রয়োজন পড়ে । 

২। কিছু সোশ্যাল মিডিয়া একাউন্ট লাগবে যেমন FACEBOOK TWITTER টেলিগ্রাম ইনস্টাগ্রাম মিডিয়াম। এছাড়া কাজের খাতিরে আরো কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রয়োজন পড়ে। 

২। আপনার একটি মেটামাস্ক ওয়ালেট লাগবে যা সম্পূর্ণ ফ্রিতে আপনি তৈরি করে নিতে পারবেন। তবে প্রজেক্ট ভেদে অন্য ওয়ালেট লাগবে। তাই যখন যে প্রজেক্ট আমাদেরকে যে ওয়ালেট ব্যবহার করতে বলবে তখন আমরা সেটি ক্রিয়েট করে নেব। 

এ সকল কাজের ক্ষেত্রে কিছু জনপ্রিয় ওয়ালেট হচ্ছেঃ মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, টোন কিপার ইত্যাদি। 

সম্পূর্ণ ফ্রি ক্রিপ্টো এয়ারড্রপঃ

যেসকল এয়ারড্রপ রেওয়ার্ড কোন প্রকার শর্ত বা অর্থ ছাড়াই সম্পূর্ণ পরিমান ফ্রিতে কমিউনিটি মেম্বারদের দেয়া হয় ফ্রি এয়ারড্রপ বলতে পারি।

পেইড এয়ারড্রপঃ

কিছু কিছু এয়ার্ড্রপ রয়েছে যেগুলোতে কাজ করতে গেলে ট্রানজেকশন ফি, বা ডলার স্টাকিং করতে হয় সেগুলোকে মূলত পেইড এয়ারড্রপ বলা হয়।

ফ্রি এয়ার্ড্রপ বেশি প্রফিটেবল নাকি পেইড এয়ারড্রপ?

আমরা মূলত বিভিন্ন প্রকার ভুল তথ্য শেয়ার করে থাকি। যে সকল ভুল তথ্য থেকে অনেকেই বিভ্রান্ত হয়। সম্পূর্ণ ফ্রি যে সকল রয়েছে সেগুলো থেকেও প্রচুর পরিমাণ আয় করা সম্ভব।

তবে পেইড যেসকল এয়ারড্রপ রয়েছে সেগুলোতে কম পরিশ্রমেই একটু বেশি আয় হয়ে থাকে। তবে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে এগুলোতে কিন্তু ইনভেস্টমেন্ট প্রয়োজন।

কিন্তু এমন অনেক প্রোজেক্ট রয়েছে যেখানে যারা ফ্রি এয়ারড্রপ কাজ করেছে সেখানে বেশি আয় হয়েছে পেইড এয়ার ড্রপ এর চাইতে।

অতএব আমরা বলতে পারি সম্পূর্ণ ফ্রি এয়ার ড্রপ এ একটু পরিশ্রম করে কাজ করলে অনেক বেশি পরিমাণ আয় করা সম্ভব। যেখানে রিস্ক জিরো পার্সেন্ট।

কিভাবে ট্রাস্টেড এয়ার ড্রপ বাছাই করতে পারবেন?

একটা প্রজেক্ট কে কারা সাপোর্ট করতেছে, তাদের ফান্ডিং, তাদের কমিউনিটি পাওয়ার এবং তাদের ইউস কেস এর মাধ্যমে বোঝা যায় কোন প্রজেক্ট ট্রাস্টেড।

এয়ারড্রপ এ কাজ করার জন্য কি লাগবে ?

এয়ারড্রপ এ কাজ করার জন্য অনলাইন সম্পর্কে আপনার বেসিক ধারণা । থাকলেই হবে । শুধুমাত্র একটি মোবাইল ফোনের মাধ্যমে আপনি এয়ার ড্রপ এ কাজ করতে পারবেন ।

তবে আপনার যদি একটি কম্পিউটার থাকে তাহলে আপনার জন্য সুবিধা হবে। আপনার কম্পিউটার থাকলে সুবিধা হবে তবে আপনার মোবাইল ফোন থাকা বাধ্যতামূলক । কারন এমন অনেক কাজ রয়েছে যেগুলা আপনি মোবাইল ফোন ছাড়া সম্পন্ন করতে পারবেন না ।

আপনি কোথায় থেকে এয়ারড্রপ পাবেন?

আমরা আপনাদের জন্য একটি ক্রিপ্টো এয়ার ড্রপ ইউটিউব চ্যানেল এবং একটি টেলিগ্রাম চ্যানেল ক্রিয়েট করেছি। যেখানে আমরা 99 শতাংশ ভেরিফাইড এয়ারড্রপ প্রজেক্ট শেয়ার করি। প্রত্যেকটি প্রজেক্ট এর ভিডিও সহকারে শেয়ার করা হয়।

আপনি একটি এয়ারড্রপ ভিডিও দেখে দেখে জয়েন করতে পারবেন। এছাড়া কোনো সমস্যায় পড়লে আমাদের সঙ্গে যোগাযোগ করে তার সলিউশন নিতে পারবেন। প্রশ্ন এবং উত্তর জন্য আমরা প্রত্যেকের। কমেন্ট এর রিপ্লে দিয়ে থাকি

আমাদের ওয়েবসাইটঃ https://www.airdropbarta.com/

আমাদের টেলিগ্রাম চ্যানেলঃhttps://t.me/airdropbarta 

আমাদের ফেসবুক পেজঃ 

 এয়ারড্রপ এ কাজ করে কিভাবে পেমেন্ট পাবেন?

 এয়ারড্রপে কাজ করার পর যখন আপনি পেমেন্ট তুলবেন তখন উক্ত প্রজেক্ট আপনাকে নির্দেশনা দিয়ে দিবে। কোন কোন প্রজেক্ট মেটামাস্ক ওয়ালেট ব্যবহার করতে বলে, কেউ আবার তাদের নিজস্ব ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট প্রদান করে থাকে। তবে পেমেন্ট দেওয়ার আগে তারা সম্পূর্ণ নির্দেশনা আপনাকে দিবে।

আপনি যদি আমাদের চ্যানেলে কানেক্টেড থাকেন আমরা আপনাকে প্রত্যেকটি প্রজেক্ট এর পেমেন্ট কিভাবে তুলতে হবে তার জন্য ডেডিকেটেড ভিডিও দিয়ে দিব।

মেটামাস্ক ওয়ালেট কি?

মেটামাস্ক মূলত একটি Decentralized ওয়ালেট। Decentralized ওয়ালেট এর একটি বৈশিষ্ট্য হচ্ছে এই ওয়ালেট কারো কন্ট্রোল এ থাকে না। Decentralized ওয়ালেট নিয়ে আমি আপনাদেরকে একটি পূর্ণাঙ্গ আর্টিকেল লিখে দিব এবং এখানে আপনাদেরকে দিয়ে দিব।

সহজভাবে যদি আপনি ভাবতে যান এটি বিকাশ নগদ রকেটের মতোই একটি ওয়ালে যেখানে আপনি আপনার ডিজিটাল অর্থ রাখতে পারবে।

উপরে সকল তথ্যগুলো যদি আপনি পড়ে থাকেন তাহলে এতক্ষণে বুঝে গেছেন এয়ার ড্রপ কি কাজের জন্য কি কি লাগে এবং আপনি কিভাবে শুরু করতে পারেন। 

এখন উদাহরণ হিসেবে আপনাকে আমি একটি এয়ার্ড্রপের ধারণা দেইঃ 

একটা প্রজেক্ট এর বেসিক যে সকল মার্কেটিংয়ের কাজ রয়েছে সেগুলো মূলত এয়ার ড্রপের মাধ্যমে করানো হয়। যেমন একটি প্রজেক্টের ওয়েবসাইটে অ্যাকাউন্ট করা। তারপর তাদের ওই অ্যাকাউন্টের ভেতরে বিভিন্ন ধরনের টাস্ক দিয়ে দেওয়া। তারা যখন তাদের ওই প্রজেক্ট ওয়েবসাইটে বিভিন্ন টাস্ক দিয়ে থাকে, ইউজাররা তখন সেই কাজগুলো কমপ্লিট করে। 

প্রতিটিটা  টাস্ক এর বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ পয়েন্ট ইউজাররা পেয়ে থাকেন। প্রজেক্ট শেষ হওয়া পর্যন্ত একজন ইউজার যতগুলো টাস্ক কমপ্লিট করে থাকে সকল টাস্ক এর বিনিময়ে সে পয়েন্ট পায়। এই পয়েন্টের উপর ভিত্তি করে একজন ইউজার প্রজেক্ট শেষে তার রেওয়ার্ড পায়। 

প্রজেক্ট শেষে প্রত্যেক ইউজার যে পরিমাণ পয়েন্ট জমা করেছে সেই জমাকৃত পয়েন্ট এর উপর ভিত্তি করেই প্রত্যেককে রেওয়ার্ড দেওয়া হয়। যার যত বেশি পয়েন্ট তারা নেই তত বেশি। অর্থাৎ যে ইউজার রেগুলার কাজ করবে তার পয়েন্টও বেশি হবে এবং তার আর্নিংও বেশি হবে। 

আশা করছি উপরের তথ্য উপাত্ত  বিশ্লেষণ করে  এয়ারড্রপ সম্পর্কে বেসিক ধারণা পেয়েছেন এবং কাজ করার মত সাহস আপনার মধ্যে তৈরি হয়ে গেছে। এখন আপনি চাইলে এয়ার্ড্রপে কাজ শুরু করতে পারেন। 

আমরা যখন এয়ার্ড্রপ শেয়ার করি প্রত্যেকটি এয়ার ড্রপের সাথে নির্দিষ্ট পরিমাণ গাইডলাইন দিয়ে দেই। অর্থাৎ আমাদের ওয়েবসাইট বা টেলিগ্রামে যে এয়ার্ড্রপ শেয়ার করাই হোক প্রত্যেকটি সম্পর্কে এ টু জেড ইন্সট্রাকশন দেয়া হবে। 

তাই আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবেন। কারণ সকল তথ্য সবার আগে টেলিগ্রামের শেয়ার করা হবে। 

আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক হচ্ছে এটিঃ https://t.me/airdropbarta

আপনারা যাতে আপনাদের প্রশ্ন আমাদেরকে করতে পারেন সেজন্য আমরা একটি কনভারসেশন  সেকশন চালু রেখেছি যেখানে আপনি আপনার প্রত্যেকটি সমস্যা নিয়ে প্রশ্ন করতে পারবেন। 

আপনি যেখানে আপনার সমস্যাটি সমাধানের জন্য প্রশ্ন করবেন তার লিংক হচ্ছেঃ 

পরিশেষে আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, সম্পূর্ণ ফ্রি ইনকামের জন্য এয়ার ড্রপ অনেক উপকারী এবং অনেক ট্রাস্টেড একটি প্ল্যাটফর্ম। শুধু আপনাকে বাছাই করে কাজ করতে হবে যাতে আপনি স্ক্যাম প্রজেক্টে কাজ না করেন। 

আর আমরা আপনাকে কথা দিচ্ছি আপনাকে আমরা ১০০%  ট্রাস্টেট যে সকল প্রজেক্ট রয়েছে সেগুলো শেয়ার করব।  সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি করার জন্য আমাদের সঙ্গে কানেক্টেড হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। 

3 thoughts on “এয়ারড্রপ কি? কিভাবে এয়ারড্রপ থেকে আয় করা যায় ? মাসে ৫০০ ডলার ফ্রিতেই”

Leave a Comment